Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৬ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল।

বিজ্ঞপ্তিতে বলা হয় , নির্বাহী সংসদের এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।
সম্প্রতি নগর ছাত্রলীগের ১৩টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি নিয়ে ব্যাপক প্রতিবাদ করে ছাত্রলীগের একাংশের কর্মীরা। এর জেরে কেন্দ্র এমন পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ