Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নিয়ন্ত্রণে শুরু থেকেই প্রশংসিত নিউজিল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৪৫ পিএম

সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে নিউজিল্যান্ড আর করোনা নিয়ন্ত্রণে শুরু থেকেই প্রশংসিত হয়ে আসছে দেশটি।আগামী বৃহস্পতিবার থেকে নিউজিল্যান্ডে আর সামাজিক দূরত্বের বিধিনিষেধ থাকছে না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানায় দেশটির কতৃপক্ষ। -সিএনএন
দেশটির মেট্রোপলিটন এলাকা অকল্যান্ডের বিধিনিষেধ দ্বিতীয় ধাপে নামিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। অন্যান্য অঞ্চলে প্রথম ধাপই অব্যহত থাকবে। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৯৮৪ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে বর্তমানে ৪৯ জন চিকিৎসাধীন। সম্প্রতি নিউজিল্যান্ডে নতুন করে আরও তিনজনের করোনা শণাক্ত হয়েছে। একই পরিবারের তিনজন সদস্যের করোনা শনাক্তের কথা রোববার ঘোষণা করে কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ