Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনা সংক্রমণ ১৬% হ্রাস পেয়েছে ও মৃত্যু ১০% : ডব্লিউএইচও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২২ পিএম

বৈশ্বিক করোনাভাইরাস সংক্রমণ ১৬% হ্রাস পেয়েছে ও মৃত্যু কমেছে ১০%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তারা জানায়, গত সপ্তাহে বৈশ্বিক করোনা নতুন সংক্রমণ কমে গিয়ে ২৭ লাখে এসে পৌঁছেছে, যা বিগত সপ্তাহের চেয়ে ১৬ শতাংশ কম। জানুয়ারির প্রথম সপ্তাহে করোনা সংক্রমণ ছিলো ৫০ লাখ। গত সপ্তাহে মধ্যপ্রাচ্য ব্যতিত বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলেই করোনার নতুন সংক্রমণ হ্রাস পেতে দেখা গিয়েছে। -দ্য গার্ডিয়ান, ডয়েচে ভেলে
এই সময় বৈশ্বিক মৃত্যুহারও হ্রাস পেয়েছে, নতুন মৃত্যু সংখ্যা ছিলো ৮১ হাজার, যা গত সপ্তাহের চেয়ে ১০ শতাংশ কম। বিশ্বের ৫টি অঞ্চলে নতুন সংক্রমণের হার ১০ শতাংশ বা তার চেয়ে বেশি হ্রাস পেয়েছে, শুধুমাত্র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে নতুন সংক্রমণ ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে আফ্রিকাতে নতুন সংক্রমণ ২০ শতাংশ, পশ্চিম প্রশান্ত অঞ্চলে ২০ শতাংশ, ইউরোপে ১৮ শতাংশ, আমেরিকাতে ১৬ শতাংশ ও দক্ষিণপূর্ব এশিয়াতে ১৩ শতাংশ হ্রাস পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, ‘এর মানে করোনার নতুন ধারা শনাক্ত হওয়া সত্ত্বেও সংক্রমণ নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য ব্যবস্থা কাজ করছে। আমাদের এটি আরো কমিয়ে আনতে হবে।’ আগামী সপ্তাহেই হু’ এর কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা। তবে নতুন সংক্রমণ হ্রাস ও মৃত্যুহার হ্রাসের সঙ্গে সঙ্গে বিশ্বের অনেক দেশেই করোনার নতুন ধারা শনাক্ত হয়েছে। ব্রিটেনে সর্বপ্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধারাটি মোট ৯৪টি দেশে শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকাতে শনাক্ত হওয়া একটি ধারা ৪৬টি দেশে শনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ