বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম হয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছেন রোহিঙ্গারা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নৌবাহিনীর তিনটি জাহাজে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়। নৌবাহিনী সূত্রে জানা গেছে, আজ ১ হাজার ১১ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর নাগাদ তারা সেখানে পৌছবে।
কুয়াশার কারণে চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া কিছুটা দেরিতে শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে রোহিঙ্গাদের ভাসানচরের দিকে রওনা হওয়ার কথা ছিল। কুয়াশার কারণে ওই সময় তাদের চট্টগ্রামের বোট ক্লাবে আনা হয়। এক ঘণ্টা দেরিতে তারা ভাসানচরের উদ্দেশে রওনা হন।
গতকাল সোমবার চট্টগ্রাম থেকে ২ হাজার ১০ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। এর আগে তিন দফায় ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৬ হাজার ৬৮৮ জন রোহিঙ্গাকে।
এর আগে গত রোববার ভাসানচরে স্থানান্তরের উদ্দেশ্যে কক্সবাজার থেকে চট্টগ্রামে পাঠানো হয় ২ হাজার ১০ জন রোহিঙ্গাকে।
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে এক লাখ রোহিঙ্গাকে সরকারের স্থানান্তরের পরিকল্পনা আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।