Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৩৯ এএম

বিশ্বব্যাপী ২০১টি দেশের ১০৯ কোটি মানুষ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৫ লাখেরও বেশি মানুষ। এখনো প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এদিকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জরুরি ব্যবহারের জন্য অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের টিকাটি তালিকাভূক্ত করেছে। পাশাপাশি অনুমোদন দিয়েছে সিরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের তৈরি টিকাকেও।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘এখন আমাদের হাতে দ্রুত ছাড়করণের জন্য সব ধরনের টিকারই মজুদ রয়েছে। তবে এখনো আমাদের টিকার উৎপাদন আরো বাড়ানো প্রয়োজন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রাপ্ত বয়স্কদের অক্সফোর্ডের তৈরি টিকাটির দুটি ডোজ ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে নিতে হবে। পাশাপাশি এই টিকাটি সেসব দেশেও ব্যবহার করা যাবে যেখানে দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া করোনাভাইরাসের নতুন রূপের প্রাধান্য রয়েছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজার/বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। এবার দিলো অ্যাস্ট্রাজেনেকা/অক্সফোর্ডের তৈরি টিকাটিকে। কম মূল্যের এবং সংরক্ষণ ও বন্টনে সহজ হওয়ায় অন্যান্য টিকার চেয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছে অক্সফোর্ডের তৈরি টিকাটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ