Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টিকা নিয়ে ভীতসন্ত্রস্ত হওয়ার কিছু নেই

টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সচিব ও আইজিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের প্রতিরোধী টিকা নিয়ে ভীতসন্ত্রন্ত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে করোনা প্রতিরোধী টিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এরপর পর্যাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও আইজিপি ড. বেনজীর আহমেদ করোনার টিকা নেন। পরে তাদের তিনজনকেই ৩০ মিনিটের অবজারভেশনে রাখা হয়। তবে, এ সময় তাদের কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া লক্ষণীয় করা যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড প্রতিকূলতা থেকে আজ আমরা এমন একটা জায়গাতে এসেছি যে, আমাদের দেশে কোভিড সংক্রমণের রেট কমে গেছে। এগুলো সব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সময় উপযোগী সিদ্ধান্তের কারণেই। এখন কোভিড নিয়ন্ত্রণের তালিকায় ১৭তম স্থানে বাংলাদেশ। যখন দেশে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়, তখন আমরা কিংকর্তব্যবিমুঢ় হয়ে গিয়েছিলাম। তখন আমরা জানতাম না যে, কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে হয়। তখন পুলিশের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। সেসময় পুলিশ সদস্যরা একের পর এক আক্রান্ত হতে থাকেন। এরপর পুলিশ হাসপাতালের সেবার মান করোনা নিয়ন্ত্রণের জন্য এমন একটি জায়গায় এলো, সবাই বলা শুরু করলো যে, সিএসই ও পুলিশ হাসপাতাল একই সমান্তরাল লাইনে চলছিল। কে প্রথম আর কে দ্বিতীয় তা বলা যায়নি।

তিনি বলেন, পুলিশ সদস্যরা ফ্রন্টলাইনের হিসেবে কাজ করেছেন। তারা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হয়নি। পুলিশ নিজেরা আক্রান্ত হলেও দাফনের কাজেও পুলিশ সদস্যরা এগিয়ে এসেছেন। করোনার টিকা বাংলাদেশে আসবে কি আসবে না অনেকেই বিভ্রান্তি মূলক তথ্য ছড়িয়ে ছিলেন। কোনো বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হয়নি। সময়মত বাংলাদেশে টিকা এসেছে এবং তা জনগণকে দেয়া হচ্ছে। অনেক দেশ এখন পর্যন্ত করোনা প্রতিরোধী টিকা পায়নি। সারাদেশে করোনা প্রতিরোধী টিকা দেয়ার কাজ চলছে। টিকা নিয়ে ভীতসন্ত্রস্ত হওয়ার কিছু নেই। নির্ভয়ে সবাই টিকা নিতে পারেন। টিকা নিয়ে দেশকে করোনামুক্ত করুন। রাজারবাগ পুলিশ লাইন্সে করোনা প্রতিরোধী টিকা দেয়ার জন্য ১৮টি বুথ স্থাপন করা হয়েছে। এতে প্রতিদিন তিন হাজার মানুষকে টিকা দেয়া হচ্ছে। পুলিশ সদস্য ছাড়াও সাধারণ জনগণও রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে এসে টিকা নিতে পারছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ