গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বিমানবন্দর এলাকায় বলাকা ভবনের পাশে একটি জঙ্গল থেকে জীবিত এক নবজাতক (কন্যা) সন্তান উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি উদ্ধারের পর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নবজাতকটি উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।
বিমানবন্দর থানার এসআই বিএম রাজিবুল হাসান বলেন, গতকাল বেলা ১১টার দিকে বলাকা ভবনের পাশের জঙ্গলে কাথা মোড়ানো অবস্থায় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান পরিচ্ছন্নতা কর্মী রেহেনা। পরে তিনি পুলিশকে খবর দিলে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ। পরে তাকেসহ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নবজাতক ইউনিটে তাকে ভর্তি করা হয়। নবজাতকটির বয়স আনুমানিক দুই-একদিন হবে।
ঢামেকের নবজাতক ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক জানান, নবজাতকটির শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে তার শরীরে লাল রঙয়ের রেস রয়েছে। নবজাতকটির ওজন দুই কেজি দুইশ গ্রাম। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে, তারপর নবজাতকটির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।