Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাবি ক্যাম্পাস থেকে মৃত নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের খোলা জায়গা থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে মৃত এই নবজাতককে উদ্ধার করা হয।
পুলিশের ধারণা, বেশ কয়েক দিন আগে বাচ্চাটিকে এখানে ফেলে যাওয়া হয়েছে। উদ্ধারের সময় নবজাতকের শরীরে পঁচন ধরেছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবহিত। লাশটিকে মর্গে পাঠানো হয়েছে। প্রক্টর বলেন, করোনা দুর্যোগের সময় মানবশিশু এভাবে ফেলে যাওয়া দুঃখজনক। আমরা মাতা-পিতাকে অনুরোধ করি যতই অসুবিধা হোক এভাবে যেন রাস্তাঘাটে কেউ কোনো মানবসন্তানকে রেখে না যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ