মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনাম গতকাল রোববার বুয়েন্স আয়ার্সের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। দেশে নব্য উদারবাদী অর্থনীতি চালু করায় তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মেনাম শারীরিকভাবে খুবই দূর্বল হয়ে পড়েছিলেন। নিউমোনিয়ার কারণে সাম্প্রতিক মাসগুলোতে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ টুইটার বার্তায় তার মৃত্যুর খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মেনামের পরিবারের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন। ফার্নান্দেজ মেনামের মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
আজ সোমবার মেনামকে বুয়েন্স আয়ার্সে ইসলামিক কবরস্থানে তার ছেলে কার্লোস মেনাম জুনিয়রের পাশে দাফন করা হবে। সূত্র: এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।