Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল রাজশাহী সেক্টরে ফ্লাইট চালু করছে না বিমান ?

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫৬ পিএম

করেনা সংকটে দেশের সব অভ্যন্তরীন সেক্টরে জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় আকাশ পরিবহন বন্ধের প্রায় এক বছর পরেও বরিশাল, যশোর ও রাজশাহী সেক্টরে তা পূণর্বহালের কোন উদ্যোগ না থাকায় এসব অঞ্চলের মানুষের মধ্যে সরকার সম্পর্কে ভ’ল বার্তা পৌছতে শুরু করেছে। অথচ বিমান-এর অভ্যন্তরীন সেক্টরের জন্য ইতোপূর্বে দুটি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়জাহাজের সাথে অতি সম্প্রতি জি টু জি চুক্তির আওতায় কানাডা থেকে একটি অনুরূপ জাহাজ বহরে যূক্ত হয়েচে। নতুন আরো দুটি চলতি মাসের শেষে দেশে আসছে। ৫টি নতুন পুরোনা মধ্যম মানের টার্বোপ্রপ উড়জাহাজ দিয়ে আগামী মাসের শেষ ভাগে গ্রীষ্মকালীন সময়সূচীতে বিমান দেশের অভ্যন্তরীন সেক্টরে নতুনভাবে বানিজ্যিক ফ্লাইট পরিচালন শুরুর প্রস্তুতি গ্রহন করলেও সেখান থেকে বরিশাল ও রাজশাহীকে বাদ দেয়া হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে বিমান-এর বিক্রয় ও বিপনন পরিদপ্তরের পরিচালক ও মহাব্যবস্থাপকের সাথে আলাপ করা হলে তারা কেউই এ ব্যাপারে পরিস্কার কিছু না বললেও বিষয়টি সংস্থার উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন।
২০১৫ সালে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থ্-াবিমান দেশের অভ্যন্তরীন সেক্টরে পূনরায় যাত্রী পরিবহন শুরুর লক্ষে কানাডা থেকে ৭৪ আসনের ৩টি ‘ড্যাস-৮ কিউ-৪০০’এয়ারক্রাফট সংগ্রহ করে। সে সময়েও বরিশাল সেক্টরকে বাদ দেয়ার চেষ্টা করে বিমান কতৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্পষ্ট নির্দেশনা এবং তৎকালীন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের ঐকান্তিক চেষ্টায় বরিশাল সেক্টরকে বাদ দিতে পারেনি বিমান কতৃপক্ষ। ২০১৫’র এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে বরিশাল সেক্টরে দুটি ফ্লাইট চালু করা হলেও ক্রমান্বয়ে তা ৫টিতে উন্নীত করা হয়। এমনকি যাত্রী পরিবহন ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আহরনে অভ্যন্তরীন সেক্টরের মধ্যে বরিশালে অবস্থান ছিল দ্বিতীয়। করোনা সংকটের কারনে গত বছর ২৪ মার্চ থেকে সারা দেশের সাথে বরিশাল সেক্টরেও ফ্লাইট বন্ধ করে বিমান সহ সব বেসরকারী এয়ারলাইন্স। সরকারী নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় গত জুলাই-এর প্রথম সপ্তাহ থেকে বেসরকারী দুটি এয়ারলাইন্স বরিশাল সহ সারা দেশে সব সেক্টরে ফ্লাইট পরিচালন শুরু করলেও বিমান বরিশাল, যশোর ও রাজশাহীতে আর ফ্লাইট শুরু করেনি। পরবর্তিতে যশোর সেক্টরে ফ্লাইট পরিচালন শুরু করলেও তাও নিয়মিত ছিলনা।
এ অবস্থার মধ্যেই সম্প্রতি কানাডা থেকে একটি ড্যাস-৮ দেশে পৌছেছে। চলতি মাসের মধ্যে আরো দুটি অনুরূপ উড়জাহাজ দেশে আসার সময় নির্ধারিত রয়েছে। ফলে ৫টি ‘ড্যাস-৮ কিউ-৪০০’ উড়জাহাজ নিয়ে আগামী মার্চের শেষ সপ্তাহ থেকে বিমান-এর গ্রীষ্মকালীন সময়সূচীতে সৈয়দপুর, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর সেক্টরে বিমান ফ্লাইট চালু করতে যাচ্ছে। কিন্তু বরিশাল ও রাজশাহী সেক্টর নিয়ে কতৃপক্ষনিরব। এমনকি মানস তিনেক আগের সিলেট-কক্সবাজার রুটেও বিমান ফ্লাইট চালু করেছে। গ্রীস্মকালীন সময়সূচীতে যশোরÑচট্টগ্রাম রুটেও ফ্লাইট পরিচালনের পরিকল্পনার কথা জানা গেছে।
কিন্তু দক্ষিনাঞ্চলের মানুষের দাবী ছিল নিয়মিক বরিশালÑঢাকা ছাড়াও যশোর-বরিশালÑচট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালন-এর। বিষয়টি নিয়ে সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রীর সাথে সেলফোনে আলাপ করা হলে তিনি জানান, বরিশাল ও রাজশাহী সেক্টরে বিমান-এর ফ্লাইট চলাচল সম্পূর্ণ বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি। করোনা সংকটের আগে এদুটি সেক্টরে রাজস্ব আয় কিছুটা কম থাকায় এখানে পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে আরো পরিক্ষা নিরিক্ষা করা হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রী বিমান কতৃপক্ষের সাথে আলাপ করবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি বরিশালকে দক্ষিণাঞ্চলের প্রবেসদ্বার হিসেবে উল্লেখ করে বিমান মন্ত্রী বলেন, পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যটন কেন্দ্রের সহজ যোগাযোগর মাধ্যম এ বিমান বন্দর। সুতরাং বরিশাল সেক্টরে বেসরকারী এয়ারলাইন্স-এর পাশাপাশি বিমান যাতে ফ্লাইট পরিচলানা করে সে বিষয়টি দেখবেন বলেও জানান তিনি। বরিশাল বিমান বন্দরের রানওয়ে ও টার্মিনাল ভবন সম্প্রসারনের লক্ষে প্রকল্প গ্রহন করার কথাও জানান মন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ