Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার কারণেই মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

পাকিস্তানের একটি চিড়িয়াখানায় গত মাসে মারা যায় সাদা বাঘের দুই শাবক। প্রাণী দুটির বয়স হয়েছিল মাত্র ১১ সপ্তাহ। এখন কর্মকর্তারা বলছেন, শাবক দুটি করোনায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে। কারণ, ময়নাতদন্তে দেখা গেছে, শাবক দুটির ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত ছিল ও সংক্রমণে ভুগছিল। যদিও প্রাণী দুটির করোনার নমুনা পিসিআর পরীক্ষা করা হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চিকিৎসা শুরুর চার দিন পর গত ৩০ জানুয়ারি লাহোর চিড়িয়াখানায় মারা যায় শাবক দুটি। তখন কর্মকর্তারা ভেবেছিলেন, প্যানলিউকোপেনিয়া ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে শাবক দুটি। ভাইরাসটিতে সাধারণত বিড়ালজাতীয় প্রাণী আক্রান্ত হয়, যা পাকিস্তানে সাধারণ ঘটনা বলে মনে করেন চিড়িয়াখানার কর্মকর্তারা। কিন্তু ময়নাতদন্তে দেখা গেছে, বাঘের শাবক দুটির ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত ছিল ও সংক্রমণে ভুগছিল।

এদের মৃত্যুর পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সব কর্মীর করোনা পরীক্ষা করে। তাদের মধ্যে ছয়জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এই ছয়জনের মধ্যে একজন শাবক দুটির দেখভালের দায়িত্বে ছিলেন। দেখভাল ও খাওয়ানের সময় ওই ব্যক্তির থেকে শাবক দুটি আক্রান্ত হতে পারে। সারা বিশ্বের করোনা পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে ভারতের পরই পাকিস্তানের অবস্থান। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। মৃত্যু ১২ হাজারের বেশি। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ