Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁও ও রাণীশংকৈল পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মেয়র নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৪২ পিএম

ঠাকুরগাঁও পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।রোববার সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিলহাজ উদ্দীন। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা পেয়েছেন ২৬ হাজার ৫০২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপিধানের শীষ প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।ঠাকুরগাঁও পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার সংখ্যা ৩১ হাজার ১৫ জন।

এদিকে জেলার রাণীশংকৈল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দুই হাজার ৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন পেয়েছেন দুই হাজার ৩৬৯ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাচন কর্মকর্তা আখিঁ সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫২০ জন। এখানে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ