Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ৫ হাজার ৭শ’ ৪২ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী বিজয়ী

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ৫ হাজার ৭’শ ৪২ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা পেয়েছেন ৯ হাজার ৯’শ ৯৯ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল হাসান জানান, মোট ১৫টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৭৪১ ভোট। তৃতীয় স্থানে জাতীয় পার্টির আফজার হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৩৮ ভোট। তিনি আরও জানান, কোন অপ্রীতিকার ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ পরিবেশের মধ্যে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পূর্ন হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৫টি কেন্দ্রে আইন-শৃংঙ্খলা রক্ষাকারীবাহিনী সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী নির্বাচন করেন। মোট ৩২ হাজার ৯’শ ৭৯ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৪৩২ জন ও ১৬ হাজার ৫৪৭ জন নারী ভোটার প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ