বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভাসানচর যাচ্ছে আরও ৩ হাজার ৬০০শত রোহিঙ্গা। নৌবাহিনীর তত্বাবধানে চতুর্থ দফায় জাহাজে করে এদেরকে ভাসানচর পাঠানো হবে। ভাসানচরে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক এমন ২৬হাজার রোহিঙ্গার তালিকা পাওয়া গেছে। এদের মধ্যে চতুর্থ দফায় এদেরকে পাঠানো হবে।
এরআগে তিন দফায় ৬ হাজার ৬৮৮জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে। ভাসানচরে সর্বক্ষেত্রে নিরাপদ বিধায় কক্সবাজার রোহিঙ্গা ক্যম্পে অবস্থানকারী আত্নীয়স্বজনদের অনুরোধ করছে এখানকার বাসিন্দারা। ফলে ভাসানচর আসার জন্য ইতিমধ্যে ২৬হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় নাম লিখিয়েছেন। জানা গেছে, চতুর্থ দফায় রোহিঙ্গা দলটি চলতি সপ্তাহে ভাসানচর রওয়ানা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।