Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় নৌকা প্রতীকে বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বিপুল চন্দ্র হাওলাদার বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৩৫৯। দ্বিতীয় অবস্থানে জগ প্রতীকের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম। তার প্রাপ্ত ভোট ৩২৩৫। এছাড়া ধানের শষী প্রতীক নিয়ে বিএনপি’র মনোনীত প্রার্থী হাজী হুমায়ন শিকদার তিনি ভোট পেয়েছেন ১৬০১ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সেলিম মিয়া হাত পাখা নিয়ে তিনি ৬৬৯ ভোট পেয়েছেন। ফলাফল নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ।

রবিবার অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচনে ১২ হাজার ৮শ‘ ৯১ জন ভোটারের বিপরীতে চারজন প্রার্থী মেয়র পদে অংশ গ্রহণ করেছিলেন। ৯টি কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে এ নির্বাচন সম্পান্ন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ