বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম মেজবাহ উদ্দীন মেজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রামগতি পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দীন এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীকে এম মেজবাহ উদ্দিন মেজু ১০ হাজার ৫২৩ ভোট পেয়ে ২য় বারের মত মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিস্কৃত নেতা আবি আব্দুল্লাহ নারিকেল গাছ মার্কা নিয়ে ৪৫৪, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী সাহেদ আলী পটু ৩৮৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিক নিয়ে মাওলানা আব্দুর রহিম ১৫২,জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মো. আলমগীর হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ১৩২ ও স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দীন ৯ ভোট পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।