Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফুলপুর পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী শশধর মেয়র নির্বাচিত

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩১ পিএম

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী শশধর সেন নৌকা প্রতীকে ৬৪৬৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রকিবুল হাসান সোহেল নারিকেল গাছ প্রতীক নিয়ে পেযেছেন ৩৭১৩ ভোট।

এছাড়াও বিএনপি মনোনিত প্রার্থী মোঃ আমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০০১ ভোট। আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান জগ প্রতীকে ১৩১১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী এম এইচ ইউসুফ মোবাইল প্রতীকে পেয়েছেন ১৬২০ ভোট।
ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেওয়ান মোঃ সারওয়ার জাহান রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ময়মনসিংহের উপ-পরিচালক গালিভ খান, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর উপজেলা নির্বাচন অফিসার ও উক্ত নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন, হালুয়াঘাট উপজেলা নির্বাচন অফিসার জন কেনেথ রিছিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সকাল ৮টা থেকে ফুলপুর পৌরসভার ১১ কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহণ চলেছে। সকাল থেকেই পুরুষ-মহিলা ভোটাররা কেন্দ্রে এসে লাইন ধরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছিল। ভোটাররা ভ্যান, রিক্সা ও পায়ে হেটে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করেছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। সেই সাথে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। কড়া নিরাপত্তার় মধ্যে চলেছে ভোট গ্রহণ কার্যক্রম।



 

Show all comments
  • Arnob ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩৮ পিএম says : 0
    পৌরসভার কেন্দ্র তো ভাই ৯টা তাহলে আপনি ১১টা বানালেন কেমনে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ