Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তান থেকে সেনা সরাতে চায় না জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৫ পিএম

আফগানিস্তান থেকে আপাতত সেনা সরাতে চায় না জার্মানি। সেনা উপস্থিতির সময়সীমা আরও বাড়াতে চায় দেশটি। শনিবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এ কথা বলেছেন। আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সেনাসদস্য রয়েছে জার্মানির।

ফাঙ্কে মিডিয়া গ্রুপকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা ‘মার্চের আগে শেষ হবে না’। এজন্য এ বিষয়টি পার্লামেন্টে তুলতে চাইছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভিন্ন কোনও পরিস্থিতি’ তৈরি হওয়ার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে ঐতিহাসিক একটি চুক্তি সই হয়। সেখানে বলা হয়েছে, ২০২১ সালের এপ্রিলের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সৈন্য প্রত্যাহার করতে হবে।

এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তালেবান এবং উল্লেখযোগ্য পরিমাণে সহিংসতা কমিয়ে আনবে।

গত সেপ্টেম্বরে এই শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু তালেবান এবং আফগান সরকারি বাহিনীর মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে।

এদিকে শুক্রবার শীর্ষ একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন, সেনা প্রত্যাহারের সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ততই ‘গুরুতর দ্বিধায়’ ভুগছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তালেবানদেরও সহিংসতা বন্ধের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল আরাবি



 

Show all comments
  • Jack+Ali ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৩৩ পিএম says : 0
    May Allah destroy Barbarian Germany's Army from Afghanistan.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ