Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাজিকিস্তান, ভারত, জাপানের পর এবার পাকিস্তানে ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১৮ এএম

মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে তাজিকিস্তান, ভারত. জাপানের পর এবার পাকিস্তানেও ভূমকিম্প হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, বালুচিস্তান, পাকিস্তান দখলকৃত কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে এ খবর দিয়েছে করাচিভিত্তিক ডন। ভূমিকম্প আঘাত হানার পরপরই ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, মুজাফরাবাদসহ বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নেমে আসে। তাদের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের পর আফটার শক আঘাত হানতে পারে। একইদিনে ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

জাপানে ৭ মাত্রার ভূমিকম্প : জাপানের রাজধানী টোকিওর কাছাকাছি ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার বিকেলে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র। খবর এনডিটিভির।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে। ভারতীয় স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭:৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার।

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত : তাজিকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১০টা ৩১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির মুরঘাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে।

উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৯১ দশমিক ৬ কিলোমিটার। খবর রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেস।

উৎপত্তিস্থল মুরঘাব শহর জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৪৫০ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত। ফলে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং দিল্লিও।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাঞ্জাবের অমৃতসার। ভারতে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিল্লিসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় টানা কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের তথ্য জানিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। টুইট বার্তায় তার লেখেন, পাঞ্জাব ও দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তায় প্রার্থনা করছি।



 

Show all comments
  • Burhan uddin khan ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৯ পিএম says : 0
    Afraid from Allah
    Total Reply(0) Reply
  • Burhan uddin khan ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৯ পিএম says : 0
    Afraid from Allah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্প

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
১২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ