বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অল্পের জন্য রক্ষা পেলো ১৪৫ লঞ্চ যাত্রী। গতকাল দুপুরে পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে ১৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা এমভি ফ্লাইংবার্ড ২ দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা ওয়েল ট্যাংকার সাংহাই ৪ এর সাথে ধাক্কা লাগে। এতে লঞ্চের কিছু ক্ষতি হলেও যাত্রীরা অক্ষত রয়েছেন। কয়েকজন যাত্রী লঞ্চ থেকে লাফ দিয়ে নদীতে পরলেও পরে তাদেরকে জীবিত উদ্ধার করা হয়।
লঞ্চে থাকা যাত্রী সৈনিক মো. হারুন অর রশিদ বলেন, দ্রুতগতিতে আসা অয়েল ট্যাংকার সাংহাই ৪ এর সামনে দিয়ে লঞ্চটি বের হতে গেলে সাংহাই ৪ এর সাথে লঞ্চের মাঝ বরাবর ধাক্কা লেগে কয়েক যাত্রী নদীতে পড়ে যায়। এসময় অয়েল ট্যাংকারে থাকা কর্মীরা ও নদীতে মাছ ধরা ট্রলার এবং অন্য লঞ্চ এসে আমাদেরকে উদ্ধার করে। এমভি ফ্লাইংবার্ড-২ লঞ্চের মাস্টার শহিদ শিকদার বলেন, পাটুরিয়া থেকে ছেড়ে প্রায় নদীর তিন ভাগ চলে আসি। এ সময় দেখতে পাই দুইটি অয়েল ট্যাংকার পাল্লা দিয়ে আসছে। আমি দ্রুত লঞ্চ পেছন দিকে নেই। অয়েল ট্যাংকারটি লঞ্চের মাঝামাঝি এসে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী ভয়ে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে যায়। লঞ্চটির সামান্য ক্ষতি হলেও যাত্রীদের কোন প্রাণহানি ঘটেনি। নদীতে ঝাঁপ দেয়া যাত্রীদের জীবিত উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব উদ্দিন বলেন, দ্রুত গতিতে পাল্লা দিয়ে অয়েল ট্যাংকার চলার কারণে দুর্ঘটনার আশঙ্কা ছিলো। কিন্তু অল্পের জন্য ১৪৫ জন যাত্রী বোঝাই লঞ্চটি রক্ষা পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।