Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের করোনা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

শরীরে মেদের পাহাড়। ওজন মাপার যন্ত্র জানান দিচ্ছে বিপদ। বয়সের সংখ্যাতেও বিপদঘণ্টি। আগে থেকেই দেহে নানাবিধ অসুখের বাসা। করোনা সংক্রমণের বিপদ বাড়ার সমস্ত উপকরণই ছিল তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে। বাস্তবে হয়েছিল তাই। করোনা সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ট্রাম্প। সংবাদমাধ্যমে তার মেডিকেল বুলেটিনে যতটা উল্লেখ করা হয়েছিল তার থেকে অনেক বেশিই আশঙ্কাজনক ছিল পরিস্থিতি। ছিল প্রাণের ঝুঁকিও। নিউ ইয়র্ক টাইমসে স¤প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, রক্তে অক্সিজেনের লেভেল হঠাৎই মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় মারাত্মক শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন সদ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে করোনা সংক্রমণের ফলে নিউমোনিয়ায় কমজোরি হয়ে গিয়েছিল ফুসফুস। হোয়াইট হাউস থেকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ট্রাম্পকে প্রায় ভেন্টিলেটারে দেয়ার উপক্রম হয়েছিল বলে রিপোর্টে উল্লেখ। জনপ্রিয় মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ট্রিটমেন্ট ফাইলই বলছে কতটা অসুস্থ ছিলেন তিনি। যেধরনের ওষুধ বা চিকিৎসা পদ্ধতি ট্রাম্পের জন্য ব্যবহার করা হয়েছিল তা আশঙ্কাজনক পরিস্থিতিতেই একমাত্র রোগীকে দেয়া হয়। নির্বাচনের কথা ভেবেই হয়তো তখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের শারীরিক অবস্থার আসল তথ্য প্রকাশ্যে আনা হয়নি। কবে নিয়মকানুনের ধার-পাশ দিয়ে হেঁটেছেন ট্রাম্প! নিয়ম ভাঙাতেই তো তার পরিচয়। তাই এত গুরুতর অসুস্থ হওয়া সত্তে¡ও চিকিৎসকদের নিষেধ উড়িয়ে মাস্ক ছাড়াই ভক্তদের আশ্বস্ত করতে প্রচারে বেরিয়ে পড়েছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদ প্রার্থী ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীনই করোনা আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ