গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে শরিফ উদ্দিন আহম্মেদ (৫৮) এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১ টার মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই খবির উদ্দিন জানান, আমার ভাই কমলাপুর স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন মেরামত করার সময় অপর একটি ট্রেনের ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দেবকালা গ্রামের তোফায়েল আহমেদের সন্তান তিনি। বর্তমানে শাহজাহানপুরে রেলওয়ে কলোনি তে পরিবার নিয়ে থাকতেন।
নিহত শরিফ দুই ছেলের জনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।