বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীর চার কর্মীকে কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা তাদেরকে এ দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন পৌর তিন নম্বর ওয়ার্ড এলাকার চর সেকান্দর গ্রামের বাসিন্দা মৃত মফিজুল হকের ছেলে রিয়াজ উদ্দিন (২৭), আব্দুল হামিদের ছেলে মো. করিম (২৬)ইসমাইল হাওলাদারের ছেলে মো. রাজু (২০) ও নজরুল ইসলামের মো.শরিফুল ইসলাম (২৪)। জানা গেছে,নির্বাচনী প্রচারণা চালানোর শেষ দিন শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিজাম উদ্দিন এবং অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো.সোহেল হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষ মুখোমুখী অবস্থান নিলে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালান। এ সময় উটপাখী প্রতীকের প্রার্থী নিজামের কর্মী রিয়াজ এবং ডালিম প্রতীকের প্রার্থী সোহেলের কর্মী রাজু, করিম ও শরীফকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান। পরে শনিবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেকের সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুদম পুষ্প চাকমা দন্ডাদেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান দন্ডপ্রাপ্তদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।