Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমার পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ ভাবে চলছে

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১:৫১ পিএম

নীলফামারীর ডোমার পৌরসভার নির্বাচন আজ মঙ্গলবার (২ নভেম্বর) শান্তিপূর্ণ ভাবে চলছে । শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা । পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে পাঁচটিকে চিহ্নিত করা হয়েছে অতিগুরুত্বপূর্ণ হিসেবে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।সরেজমিনে দেখা গেছে,সকাল সাড়ে দশটায় পৌরসভার ডোমার সরকারী কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে ।এ সময় বড়রাউতার কলেজপাড়ার মৃত শরিফ উদ্দিনের পুত্র ভোটার অহিদুল ইসলাম(৪৪) জানান,এইমাত্র ভোট দিলাম কোন সমস্যা হয়নি ।ইভিএম এ ভোট দেওয়া নিয়ে খুবই শংকার মধ্যে ছিলাম । কি ভাবে ভোট দিতে হয় জানতাম না ।ভোট দিতে পারব কিনা ,এসব নিয়ে ভয় কাজ করছিল ।কিন্তু দেখলাম খুবই সোজা ।কলেজপাড়ার মৃত মৌলভি দারাজ উদ্দিন আহমেদের পুত্র ভোটার রফিকুল ইসলাম জানান,ইভিএমে ভোট দেওয়া নিয়ে খুবই ভয়ের মধ্যে ছিলাম ।কিন্তু ভোট দিয়ে বুঝলাম কোন সমস্যা নেই ।ডোমার সরকারি কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা রিসোর্স সেন্টার ইনিস্ট্রাকটর মোঃ আকরাম হোসেন জানান,এই কেন্দ্রে মোট ভোট ২১৯৬ টি ।এ সময় পযর্ন্ত (সকাল সাড়ে ১০ টায়) কাষ্ট হয়েছে প্রায় আড়াইশো ভোট ।সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে ।ভোট শান্তিপূর্ণভাবে চলছে ।উৎসবের আমেজেই ভোট চলছে ।ওই নির্বাচনে পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ভোট গ্রহন করা হচ্ছে ৫১টি বুথে। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে প্রিজাইডিং কর্মকর্তা নয় জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫১ জন এবং পোলিং কর্মকর্তা ১০২ জন। আইন শৃংঙ্খলা রক্ষায় নিয়োগ দেওয়া হয়েছে ১২ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। তাঁদের নেতৃতে পরিচালিত হচ্ছে পাঁটি মোবাইল কোট, স্ট্রাইকিং রিজার্ভ টীম কাজ করছে তিনটি। জরুরী পরিস্থিতি মোকাবেলায় চারটি টিম প্রস্তুত আছে সংশ্লিষ্ট থানা, উপজেলা ও জেলা পর্যায়ে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন পুলিশের একজন পরিদর্শকের নেতৃত্ব ১০ জন পুলিশ সদস্য ও নয়জন আনসার সদস্য। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহন করা হচ্ছে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।পৌরসভাটিতে তিন জন মেয়র প্রর্থীর মধ্যে আওয়ামী লীগের গণেশ কুমার আগরওয়ালা নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সাবেক বিএনপি নেতা মনছুরুল ইসলাম দানু নারিকেল গাছ ও সাবেক পৌর মেয়র মরহুম আজাহার হোসেনের ছোট বোন আফরোজা নাজনিন রুমি মোবাইল ফোন মার্কা নিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বীতার মাঠে। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ১১ জন প্রতিদ্বন্দ্বী ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, পৌরসভার মোট ১৩ হাজার ৫৪০ ভোটারের মধ্যে এক নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ হাজার ১৯৬, দুই নম্বর ওয়ার্ডে ৬৩১, তিন নম্বর ওয়ার্ডে ১ হাজার ২৯৮, চার নম্বর ওয়ার্ডে ২ হাজার ৫১১, পাঁচ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৫৩, ছয় নম্বর ওয়ার্ডে ১ হাজার ৩২৮, সাত নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪৯৮, আট নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬২৩ এবং নয় নম্বর ওয়ার্ডে ১ হাজার ৪০২ জন।ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা আব্দুর রহিম বলেন,‘সোমবার বিকালের মধ্যে ভোটগ্রহনের সকল সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ আইনশৃংঙ্খখলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা ভোট কেন্দ্রে অবস্থান নিয়ে ভোট গ্রহন করছেন। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট শুরু থেকে ভোটারদের বাড়ী ফেরা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিৎ করা হচ্ছে।’ এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন কোন অভিযোগ নেই বলে জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান,ভোট শান্তিপূর্ণভাবে চলছে ।আজ সকাল ১১ টা পযর্ন্ত প্রায় ২৬.৭৭% ভোট কাষ্ট হয়েছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ