বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমনিরহাট সদর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুই শতাধিক বিএনপি’র নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেছে নৌকা সমর্থক শফিকুল ইসলাম দিলু। এ ঘটনায় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রæয়ারি) রাতে সদর থানার ওসি শাহা আলম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদর পৌরসভার নামাটারী ও শহরের পৌরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, পৌর ৯নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন ওরফে মাছুয়া আলী ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভা নির্বাচনে পৌর আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার প্রচারণায় পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় সকল প্রার্থীর নির্বাচনী কার্যালয় রয়েছে। স্থানীয়রা জানান,গত মঙ্গলবার (৯ ফেব্রæয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক ৩টি মটর সাইকেলে ৬/৭ জন র্দুবৃত্ত লালমনিরহাট পৌরসভার নয়ারহাট এলাকার নির্বাচনী কার্যালয়ে হামলা চলিয়ে দুর্বৃত্তরা চেয়ার টেবিল ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এসময় স্থানীয়রা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বুধবার (১০ ফেব্রæয়ারি) স্থানীয় নৌকা সমর্থক শফিকুল ইসলাম দিলু বাদি হয়ে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীদের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে এজাহারের আসামী আলী হোসেন ওরফে মাছুয়া আলীকে গ্রেফতার করে। এছাড়াও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলামকে ভোরে গ্রেফতার করেন। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, চেয়ার টেবিল ভাঙচুর করে অগ্নিসংযোগ ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামীদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।