Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ৩:০৮ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২১-২২ ইং শেসনের কমিটি গঠন করা হয়েছে।আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর উপজেলা শাখার শুরার অধিবেশন শেষে এই কমিটি গঠন করা হয়।এতে সভাপতি পদে মাওলানা মোস্তাফিজুর রহমান,সিনিয়র সহ সভাপতি মাওলানা শরিফুল ইসলাম বাসার,সেক্রেটারি মাস্টার মোসলেহ উদ্দিন,জয়েন্ট সেক্রেটারি সিরাজুল ইসলাম মেরাজ ও সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মোহাম্মাদ উল্লার নাম ঘোষণা করা হয়।বাকী পদ গুলো দলটির মাসিক বৈঠকে বন্টন করা হবে বলে দলীয় সুত্র নিশ্চিত করেন।শুরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ.হ.ম নোমান সিরাজী।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ইসলামী
আন্দোলন বাংলাদেশ এদেশের বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ একটি ইসলামীক রাজনৈতিক দল।এদেশের মাটি-মানুষ ও মানবতার পক্ষের একটি রাজনৈতিক সংগঠন।
দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ত রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাইর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দলটি।আজ মানুষের বাক স্বাধীনতা নেই।ভোটাধিকার হরণ করে দেশে একদলীয় শাসনব্যাবস্থা কায়েম করে দেশ-ইসলাম ও মানবতা আজ বিপন্ন।তাই এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের এই নতুন নেতৃত্বকে আরো সাহসীকতার সাথে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন গুলো ঢেলে সাজাতে কাজ করতে হবে।শুরার অধিবেশনে দলটির উপজেলা ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 



 

Show all comments
  • Muhammad Ali Sani ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ এএম says : 0
    আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে সবচেয়ে বেশি আলেম-ওলামা আমরা দেখতে পাই কমলনগরে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কমিটি গঠন হয়েছে শুনে বেশ আনন্দিতহলাম। কমিটির প্রতি এই আহবান রাখছি যে, তারা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে কমল নগরবাসীকে নতুন কিছু উপহার দিবে এবং ভবিষ্যতের জন্য কমলনগর নব কমিটি একটি উন্নত দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Muhammad Ali Sani ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ এএম says : 0
    নব কমেন্টের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল এবং এই আশা রইল যে কমলনগর নব কমিটি সারা জীবনের জন্য একটি উন্নত দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ
    Total Reply(0) Reply
  • মনজুর এলাহী শওকত ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১:১৭ পিএম says : 0
    আলহামদু লিল্লাহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উষ্ণ অভ্যর্থনা জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার পক্ষ থেকে দেয়া আগামী সেশন ইসলামী আন্দোলনকে বিপ্লবের চুড়ান্তে পৌছাবে ইনশা আল্লাহ্
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমলনগর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ