Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে সরকারি গাছ কাটার অভিযোগে আটক ৭

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ল²ীপুর জেলা সংবাদদাতা : ল²ীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বলির পোল এলাকায় সড়কের দু’পাশের বনবিভাগের গাছ কেটে নেয়ার সময় গাছ কাটার সরঞ্জামাদিসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবলীগ কর্মীর নির্দেশে কয়েকজন শ্রমিক রাস্তার দু’পাশের সরকারি গাছ কাটা শুরু করে দুইটি কড়ই ও একটি আকাশমনি গাছ কেটে অন্যগাছ কাটার সময় পুলিশ ঘটনাস্থলে ৭ জনকে আটক করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়।
হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রর সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বনবিভাগ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কমলনগর উপজেলা বন কর্মকতা আবদুল হামিদ খান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমলনগরে সরকারি গাছ কাটার অভিযোগে আটক ৭
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ