Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিটিসিএল ও উঙঞ-এ বিশৃঙ্খলার জন্য দায়ী ষড়যন্ত্রকারী কিছু কর্মকর্তা-টিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী ইউনিয়ন

প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিবিএ’র (রেজি নং-১৮২০) প্রতিনিধি সভা গতকাল সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুলতানা আনোয়ারার সভাপতিত্বে ট্রান্সমিশন আঞ্চলিক কমিটির সংগঠন কক্ষে অনুষ্ঠিত হয়। ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এস এম এ মুকিত হিরু। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয়, আঞ্চলিক ও বিভাগীয় নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে বলেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা ও গত ১৫-১১-২০১১ তারিখে উপস্থাপিত সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের নেতৃত্বে গঠিত সিবিএর সেক্রেটারি জেনারেল এস এম এ মুকিত হিরুসহ ১১ সদস্যবিশিষ্ট উচ্চ ক্ষমতাসম্পন্ন পরামর্শক কমিটির সম্পূর্ণ সুপারিশকে পাশ কাটিয়ে গত জুন-২০১৫ তারিখে দীর্ঘ প্রতীক্ষিত উঙঞ গঠিত হলেও কর্মকর্তা-কর্মচারীদের সরকারি চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধা ও ওয়ার্কচার্জড, মাষ্টাররুল এবং ক্যাজুয়াল কর্মচারীদের চাকরির নিশ্চয়তা নিয়ে প্রতিষ্ঠানে বিরাজ করছে চরম আতঙ্ক ও হতাশা।
উঙঞ-এ পদস্থাপিত কর্মকর্তা-কর্মচারীরা অদ্যাবধি তাদের বেতন-ভাতা না পাওয়ায় তাদের কর্মস্পৃহা হারিয়ে ফেলছেন, যার ফলে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা যারা ইতোমধ্যে চজখ এবং অবসরে আছেন তারা তাদের প্রাপ্য অবসরকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ক্যাজুয়েল, ওয়ার্কাচার্জড ও মাস্টাররোল কর্মচারীরা গত দশ বছর যাবৎ শূন্যহাতে মৃত্যুবরণ ও অবশর গ্রহণ করছেন। পাশাপাশি নিয়মিত কর্মচারীদের পদোন্নতি, প্রশিক্ষণ ও অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা বিধিবিধানের অযুহাত দেখিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ