Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতাসীনদের দ্বন্দ্বে রক্তাক্ত বগুড়া

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৩৮ পিএম

বগুড়ার মোটর মালিক গ্রুপের কর্তৃত্ব এবং পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে হঠাৎ রক্তাক্ত রূপ ধারণ করেছে বগুড়া। দ্বদ্বে মারা গেছে বগুড়ার শিবগঞ্জের এক কৃষকলীগ নেতা । আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন একজন সাংবাদিক ও পুলিশ সদস্য। চলমান দ্বদ্বে পরিবহন সেক্টরে অচলাবস্থার আশংকা তৈরী হয়েছে ।

বগুড়ার আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রাপ্তি নিয়ে সৃষ্ট দ্বদ্বের জেরে মঙ্গলবার মারা যান বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ নেতা আজাহারুল ইসলাম নান্নু (৩৫) ।
তরুণ বয়সী এই যুবলীগ নেতার মৃত্যুর কারণ জানিয়ে ময়দানহাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস এম রুপম জানান, ওই ইউনিয়নের বহিস্কৃত যুবলীগ নেতার উচ্ছৃংখল ক্যাডার আবু জাফর মন্ডলের ক্যাডাররা গত সোমবার তার সমর্থক নান্নুর ওপর শারীরিক হামলা চালিয়ে গুরুরতর আহত করে । মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষক লীগ আঞ্চলিক কমিটির সভাপতি আজাহারুল ইসলাম নান্নু ।
এলাকাবাসির ধারণা কৃষকলীগ নেতা নান্নুর মৃত্যুর জেরে আরও রক্তপাতের ঘটনা ঘটতে পারে ।

এদিকে একই দিনে বগুড়া পৌরএলাকায় বগুড়ার মোটর মালিক গ্রুপের কার্যালয় এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের নিয়ন্ত্রন নিতে বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহনের সশস্ত্র অভিযানকে ঘিরে মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয়েছে ।
মঙ্গলবার দুপুরে প্রায় সহস্রাধিক সশস্ত্র ক্যাডার নিয়ে বগুড়া শহরতলীর চারমাথা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেখানে অবস্থিত মোটর মালিক গ্রæপের কার্যালয় , গ্রæপের বর্তমান সাধারণ সম্পাদক, স্থানীয় ওযার্ড কাউন্সিলর ও তার প্রতিদ্বদ্বি আমিনুল ইসলামের ব্যক্তিগত ও ব্যাবসায়িক কার্যালয়ে ব্যাপক হামলা , ভাংচুর ও অগ্নি সংযোগ করেন । মঞ্জুরুল আলম মোহনের বিপুল সংখ্যায় সশস্ত্র ক্যাডারদের ধ্বংসাত্মক অভিযানের মুখে আমিনুল ইসলামের লাঠিসোটাধারীরা কোন প্রতিরোধই গড়তে পারেনি। ফলে একতরফা হামলায় টার্গেট এলাকা রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস শেল ছুঁড়ে ও রাবার বুলেট নিক্ষেপ করে নিবৃত্ত করে। পুলিশ এসময় গ্রেফতারও করে ৯ জনকে ।

এই উন্মত্ততার চিত্র ধারণ করতে গিয়ে মারাত্মক হামলার শিকার হন গাজি টিভির ক্যামেরা পার্সন রাজু আহম্মেদ । একই সময় ছুুরিকাঘাত করা হয় পুলিশের বিশেষ শাখার কনস্টেবল রমজান আলীকে ।

সাংবাদিক রাজু ও পুলিশ কনস্টেবল রমজান বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এর মধ্যে রমজান আলীর শারীরিক অবস্থা ক্রিটিকাল বলে চিকিৎসকরা জানিয়েছেন ।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে আমিনুলের পক্ষে বগুড়ার পরিবহন মালিক শ্রমিক যৌথ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে । সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন বগুড়া জেলা ট্রাক মালিক সংগঠনের সভাপতি ও বগুড়া পৌরসভা নির্বাচনের মেযর প্রার্থী আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন সরকার, ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ সামস উদ্দিন হেলাল প্রমুখ ।
সাংবাদিক সম্মেলনে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারি মঞ্জুরুল আলম মোহনকে গ্রেফতারের দাবি জানিয়ে বলা হয় তাকে গ্রেফতার করা না হলে বগুড়ায় পরিবহন ধর্মঘট ডেকে সবকিছু অচল কওে দেওয়া হবে । সেই অনুপাতে বুধবার সকাল থেকে বগুড়ায় শুরু হয় পরিবহন ধর্মঘট । দুপুরের মধ্যেই অবশ্য প্রশাসনের চাপে প্রত্যাহার করা হয় ধর্মঘট ।
রাতে বগুড়া সদর থানায় দায়ের করা হয় পৃথক ৩টি মামলা । একটি মামলায় বাদি হয়েছেন মঞ্জুরুল আলম মোহনের ছোট ভাই মশিউল আলম দীপন । এই মামলায় আসামী করা হয়েছে আমিনুল ইসলাম সহ ৩২ জনকে । আরেকটি মামলায় বাদি হয়েছেন আমিনুল ইসলাম । এই মামলায় আসামি করা হয়েছে মঞ্জুরুল আলম মোহন সহ ৫২ জনকে । অন্যদিকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান বাদি হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন । যার ৩ নম্বর আসামি মঞ্জুরুল আলম মোহন ।
বুধবার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মঞ্জুরুল আলম মোহন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে মোটর মালিক গ্রæপের সকল সমস্যার জন্য আমিনুল ইসলামকে দায়ি করেন । এদিকে

মঙ্গলবার সংঘটিত সশস্ত্র সংঘাতের প্রতিক্রিয়ায় বগুড়ায় ক্ষমতাসীন দলের মধ্যে চরম দ্ব›দ্ব সংঘাত চাঁড়া দিয়ে উঠেছে । আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য বগুড়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে সংঘাত সহিংসতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বন্দ্ব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ