Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ জুলাইয়ের মধ্যে সম্মেলন করার শর্তে নুর-রাশেদ দ্বন্দ্বের অবসান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৮:৩৩ পিএম

২০ জুলাইয়ের মধ্যে সম্মেলন করার শর্তে নুর-রাশেদ দ্বন্দ্বের আপাতত অবসান হলো বলে জানা যায়।বাংলাদেশ ছাত্র, যুবক, প্রবাসী ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বিত প্ল্যাটফর্মের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের সমাধান হয়েছে বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশেদ খাঁন। রোববার (৪ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন রাশেদ খাঁন।তিনি লিখেন, দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ যে কারণে মাঝেমাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুলবোঝাবুঝি হয়েছিলো, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে। আশা করি, ভবিষ্যতে নিজেরা চলার পথে আরও বেশি সতর্ক থাকবো।

এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন রাশেদ। ফেসবুক পোস্টে চলমান বিতর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করে আরও রাশেদ বলেন, আমরা বয়সে তরুণ। এ কারণে মাঝে মধ্যে বক্তব্য, কথা ও কাজে ভুল করে বসি। তবে নুর (নুরুল হক নুর) ও আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটার অবসান হয়েছে। আশা করি ভবিষ্যতে নিজেরা চলার পথে আরও বেশি সতর্ক থাকব। রাশেদ খাঁন বলেন, নুর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলন শুরুর দিন থেকেই সুসম্পর্ক ছিল। ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা দেশের মানুষকে অভিভাবক মনে করি। আমাদের ভুল হলে তারা অবশ্যই সমালোচনা করবেন। তারা পরামর্শ দেবেন, যাতে নিজেদেরকে শুধরে নিয়ে আরও পরিপক্ব করে গড়ে তুলতে পারি।
এ সময় ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করে রাশেদ খান বলেন, সবার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি। এর আগে গত ২ জুলাই ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এক বিজ্ঞপ্তিতে রাশেদ খাঁনকে অব্যাহতি দেয়। ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন রাশেদ। এর বিপরীত ব্যবস্থা হিসেবে রোববার এক পাল্টা নোটিশে নুরুল হক নুরকে এই ঘটনায় কারণ দর্শাতে বলেন রাশেদ। এমনকি সংগঠনে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদে সমন্বয়ক নামে কোনো পদ নেই বলেও দাবি করেন রাশেদ খাঁন। পরে আজ ফের আলোচনার করে সমাধানে পৌঁছান ছাত্র সংগঠনের শীর্ষ দুই নেতা।

সমাধানের বিষয়ে রাশেদ খাঁন বলেন, আলোচনার মাধ্যমে আমাদের মতানৈক্য ও সমস্যাগুলোর সমাধান হয়েছে।সিদ্ধান্ত হয়েছে নতুন রাজনৈতিক দল গঠনের। আগামী ২০ জুলাইয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদের নতুন কাউন্সিল অনুষ্ঠিত হবে। ততদিন আমি আহ্বায়কের দায়িত্ব পালন করব। এ বিষয়ে নুরুল হক নুর বলেন, প্রত্যেক সংগঠনে কিছু মতানৈক্য থাকে। আমাদের মধ্যেও হয়েছিল। আমরা আলোচনা করে বিষয়টার সমাধান করে নিয়েছি। অব্যাহতি ও সম্মেলনের বিষয়ে নুর বলেন, নির্বাচন কমিশন গঠন, ডিসিপ্লিনারি বোর্ড সবই বলবৎ থাকবে শুধুমাত্র রাশেদ খাঁনের সাময়িক অব্যাহতি তুলে নেওয়া হয়েছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে ছাত্র অধিকার পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হবে।



 

Show all comments
  • মোহাম্মদ আলাউদ্দিন ৫ জুলাই, ২০২১, ৯:৩১ এএম says : 0
    সামান্য মতবিরোধে একে অপরের বিরুদ্ধে মন্তব্য জাতির কাছে হাস্যকর বলে বিবেচিত হবে। তাই সতর্কতা অবলম্বন অতীব জরুরী নতুবা বিপজ্জনক অবস্থায় পড়তে হবে ।
    Total Reply(0) Reply
  • আল মামুন ৫ জুলাই, ২০২১, ১০:৫৮ এএম says : 0
    ছাত্র/যুব/শ্রমিক ঠিক আছে। কিন্তু এর মধ্যে প্রবাসীদের টানলেন কেন? বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর সাথে এই ভুল বোঝাবুঝির কোন প্রকার সম্পৃক্ততা নেই। আপনাদের এই সংবাদে প্রবাসী অধিকার পরিষদ কে সম্পৃক্ত করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
    Total Reply(0) Reply
  • কবীর হোসেন ৫ জুলাই, ২০২১, ১১:১৮ এএম says : 0
    বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খাঁন ও ভিপি নুরুল হক নুরের মধ্যে ভুল বুঝাবুঝি ও মিটমাট নিয়ে সংবাদ প্রতিবেদনে বাংলাদেশ প্রবাসী অধিকারকে নিয়ে অসত্য তথ্য দিয়েছে। বাংলাদেশ ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদের অভ্যন্তরিন বিষয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কোন সম্পর্ক নেই। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের অধিকার আদায় ভিত্তিক বিশ্বব্যাপি একটি সংগঠন। অপর দিকে বাংলাদেশ ছাত্র,যুব ও শ্রমিক অধিকার বাংলাদেশে বিভিন্ন পেশাজীবি মানুষের অধিকার নিয়ে কথা বলে। বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকারের সমস্যা ও সমাধানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কোন সম্পর্ক ছিলো না। এমনকি ছাত্র অধিকার পরিষদের ২ জন নেতার প্রেস বিজ্ঞপ্তি ও ফেসবুক পোস্টের কোথাও প্রবাসী অধিকার পরিষদের কথা উল্লেখ্য ছিলো না। আমরা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এই সংবাদ সংশোধনের আহ্বান জানাই। মোঃ কবীর হোসেন সভাপতি কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ