পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর গাবতলীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ফারুক আহমেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে তার শ্যালক অশ্রু। গতকাল দুপুর পৌনে ১টার দিকে গাবতলীর কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদের মামা আইয়ুব আলী বলেন, শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব ছিল ফারুক আহমেদের। তবে এ জন্য এত বড় ঘটনা কেন ঘটে গেল এ বিষয়টি বুঝতে পারছি না। কিছুদিন আগে তার শশুর মারা গেছেন, তারপর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে জমিজমা সংক্রান্ত কোনও বিরোধ কিনা এ বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি জানান, অশ্রুর বাবার লাইসেন্স করা একটি অস্ত্র ছিল। সেই অস্ত্র ঠেকিয়ে বুকে গুলি করে হত্যা করা হয় ফারুককে।
মিরপুর দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৈমুর রহমান বলেন, পারিবারিক কলহ এবং দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় শ্যালক অশ্রুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।