বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো.কারুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ রুল জারি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সরকারপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ এম রাসেল চৌধুরী। রুলের বিষয়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া বলেন, উচ্চ আদালত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত ২৮ জানুয়ারির আদেশের বিরুদ্ধে রুল নিশি জারি করেছেন। একইসঙ্গে স্থিতাবস্থার আদেশ দিয়েছেন।
গত ৩১ জানুয়ারি ওই শিক্ষকদের বরখাস্ত ও অপসারণ প্রত্যাহার চেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেয়াহয়। এর আগে গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তিন শিক্ষককে বরখাস্ত এবং অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২৮ জানুয়ারি এ বিষয়ে চিঠি ইস্যু করেন রেজিস্ট্রার। ওই চিঠি প্রত্যাহার চেয়ে এ নোটিশ পাঠানো হয়।
শিক্ষকরা হলেন, বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল। অপসারণকৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী এবং বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।