বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক নাজমুল হককে খুনের ঘটনায় রিয়াদ (২১) নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে নারায়গঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, আদাবরে পোশাক শ্রমিককে খুনের ঘটনায় গত রোববার মাসুদ হাসান ও সাগর নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রূপগঞ্জ থেকে রিয়াদকে হত্যাকাÐে ব্যবহৃত চাকুসহ গ্রেফতার করা হয়। রিয়াদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে গত ৩০ জানুয়ারি আদাবরের ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেস্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রæতার জেরে নাজমুল হককে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।