মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মরক্কোর তাঞ্জিয়ের শহরে একটি ভবনের ভ‚গর্ভস্থ তলার অবৈধ কারখানায় পানিতে ডুবে অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে শহরটিতে পানিবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেইজমেন্টটি পানিতে তলিয়ে যায়, সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়। ওই সময় কারখানাটিতে মোট কতোজন লোক ছিল তা পরিষ্কার হয়নি। যারা মারা গেছেন তাদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা ভিডিওতে গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে। ওই ভবনের বেইজমেন্টে লোকজন কাজ করার সময় পানি সেখানে ঢুকে পড়ে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।