Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার মরক্কোয় অফিস খুলল ইহুদিবাদী ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ৬:২১ পিএম

মরক্কোয় ২০ বছর পর গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) লিয়াজোঁ অফিস খুলেছে ইহুদিবাদী দেশ ইসরাইল। এর আগে ১৯৯৪ সালে মরক্কোতে একটি অফিস খুললেও ছয় বছর পর ফিলিস্তিনে ইন্তিফাদা আন্দোলন শুরু হলে তা বন্ধ করে দেওয়া হয়। রাজধানী রাবাতে ওই লিয়াজোঁ অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মিসরে নিযুক্ত সাবেক ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড গভরিন। খবর জেরুজালেম পোস্টের।

এ সময় ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে মরক্কোতে দুই দশক পর আবারও অফিস চালু করল তেলআবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার ও মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ।

গত বছরের ডিসেম্বরে চতুর্থ আরব দেশ হিসেবে এবার ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো। এর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সূত্র : জেরুজালেম পোস্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরক্কো

১১ ডিসেম্বর, ২০২২
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ