বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বতীপুর পৌরসভার গুলপাড়া মহল্লার এক বীর মুক্তিযোদ্ধার লীজকৃত পুকুরে প্রায় বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলপাড়া কবরস্থানের পাশে বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলীর প্রায় ১ একর ১৩ শতকের উপর পুকুরটিতে কে বা কারা পূর্বের শত্রুতার জের ধরে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ছিটিয়ে মাছ নিধন করেছে।
বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী মৎস্য চাষী সমবায় সমিতির দীর্ঘ দিন ধরে পুকুরটিতে মাছ চাষ করে আসছিল। পুকুরটিতে রুই, কাতল, মৃগেল, পুঁটি, সিলভার কার্প মাছসহ বিভিন্ন জাতের মাছ নিধন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী ও তার সন্তান সামছুল আলম জানান, আমাদের পুকুরে কয়েক লক্ষ টাকার মাছ পুকুরে ছিলো। মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার মতো। এ প্রতিবেদক ও স্থানীয় জনগণ সন্ধ্যায় পুকুর পাড়ে গেলে পুকুরের মৃত মাছ দেখা যায়।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা জোবেদ আলী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।