Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নােয়াখালীতে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ২:০২ পিএম

গণহারে টিকা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীতে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলার আয়োজন করেছে সিভিল সার্জন।

মঙ্গলবার সকাল ১১টায় নোয়াখালী শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

আয়োজকরা জানান, মেলা চলবে আগামী তিন দিন। মেলায় ১৫টি বুথে চলছে এ রেজিস্ট্র্রেশন কার্যক্রম। নারী, পুরুষ ছাড়াও মুক্তিযোদ্ধা ও বিশিস্ট্রজনদের জন্যও আলাদা আলাদা বুথ স্থাপন করা হয়েছে। রেজিস্ট্র্রেশনে সহযোগিতার জন্য স্কাউটসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবগণ সহায়তা করছেন। সাধারণ মানুষকে সচেতন করা ও কোনো প্রকার হয়রানি ছাড়া রেজিস্ট্র্রেশনে উদ্ভুদ্ধ করার উদ্দেশ্যেই মূলত এ মেলার আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার’সহ জেলায় কর্মরত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভ্যাকসিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ