Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে টিকা নিলেন আরো ২৭৮৯ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রামে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত আছে। গতকাল সোমবার দ্বিতীয় দিনে আরও দুই হাজার ৭৯৮ জন করোনার টিকা নিয়েছেন। এ নিয়ে দুইদিনে টিকা নিলেন তিন হাজার ৮৮৮ জন। এছাড়া টিকা নিতে গতকাল পর্যন্ত আবেদন করেছেন ৩২ হাজার ৪৬৬ জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

প্রথম দিন এক হাজার ৯০ জনকে টিকা দেয়া হয়। এরমধ্যে নগরীর ছয়টি কেন্দ্রে ৪২৩ জন এবং ১৪ উপজেলা হাসপাতালে ৬৬৭ জনকে টিকা দেয়া হয়। শুরুতে টিকা নেয়ার ব্যাপারে কিছুটা ভয়-ভীতি থাকলেও এখন তা কেটে গেছে।

সাধারণ লোকজন টিকা নিতে ব্যাপকহারে রেজিস্ট্রেশন করছেন। প্রথম দিন যারা টিকা নিয়েছেন তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলেও জানিয়েছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ