Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পুলিশ সুপারের

সরকার আদম আলী, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

পৌরসভা নির্বাচন সম্পর্কে নরসিংদীর নবাগত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের সতর্কতামূলক বক্তৃতা প্রায় সর্বমহলে প্রশংসিত হয়েছে। গত রোববার নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেছেন, ভোটের দিন সাধারণ ভোটাররা যাতে বিনা বাধায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। ভোটের দিন মেয়র প্রার্থীরা কোন সমর্থক লোকজন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তাদের গাড়িতে ড্রাইভার ছাড়া অন্য কোন লোক থাকবে না। অতিরিক্ত লোক নিয়ে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে নির্বাচনী শৃঙ্খলা ভঙের অভিযোগ আনা হবে। নির্বাচনের দিন ও নির্বাচনের আগের দিন নির্ধারিত পৌরসভার ভোটার জনগণ ছাড়া বাইরের কোন লোককে ভোটকেন্দ্রের ভিতরে বা আশেপাশে প্রবেশ করতে দেয়া হবে না। এ ধরনের কোনো বহিরাগত লোক পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপারের বক্তব্য নিয়ে সারা শহরে জনগণের মধ্যে একটি ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই আশা করছেন জেলা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে তিনি যে বক্তব্য দিয়েছেন তা যদি পালন করতে পারেন তবে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। পুলিশের সুপারের বক্তব্যের উপর সাধুবাদ জানিয়ে বিএনপির সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহি বলেছেন, ভোটাররা বিনা বাধায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে করার দাবি সর্বস্তরের জনগণের। পুলিশ সুপারের এই বক্তব্যের মাধ্যমে সাধারণ ভোটারদের মনের আকুতি প্রকাশিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফতাব উদ্দিন ভূঁইয়া পুলিশ সুপারের বক্তব্যকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু নির্বাচন চিন্তার প্রতিফলন বলে আখ্যায়িত করেছেন।
ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল বারী বলেছেন, ভোট দিতে পারব কিনা আমরা শঙ্কিত ছিলাম। পুলিশ সুপারের বক্তব্যে আশ্বস্ত হয়েছি। তিনি সাধারণ ভোটারদের মনের কথা বলেছেন। সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আলী বলেছেন, মেয়র পদের সাথে অতিরিক্ত লোক ঢুকে কেন্দ্রের পরিবেশ নষ্ট করে। পুলিশ সুপার যদি মেয়রদের সাথে অতিরিক্ত লোক প্রবেশ ঠেকাতে পারেন, তবে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকবে।
নরসিংদীর ইন্ডিপেন্ডেন্ট কলেজের প্রিন্সিপাল মশিউর রহমান মৃধা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে পুলিশ সুপাররের বক্তব্য নরসিংদী ও মাধবদী পৌরসভায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ইঙ্গিতবহ। তার বক্তৃতায় জনগণ আশ্বস্ত হয়েছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা মোন্তাজ উদ্দিন ভূঁইয়া বলেছেন, পুলিশ সুপারের বক্তৃতায় জনগণ আশাবাদী। যদি তিনি তার বক্তৃতার বাস্তবায়ন ঘটাতে পারেন তবে সেটা হবে নরসিংদীর জনগণ তথা সরকারের জন্য একটা বিরাট সাফল্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ