Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০০ এএম

খুলনায় নবনির্মিত জেলা পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন অস্ত্রাগার ও পুলিশ লাইন মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম বার)। গতকাল সোমবার দুপুর ২ টায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।
এসমেয় আইজিপি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ত্রণে পুলিশ সজাগ রয়েছে। যে কারনে দেশে কোন জঙ্গি আস্তানা গড়ে তুলতে পারছে না। জঙ্গিরা দাওয়াতি কার্যক্রম শুরু করলেই পুলিশের নেটওয়ার্কে চলে আসছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। তাই জঙ্গি নির্মূলে পুলিশের অবদান অপরিসীম।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর, খুলনা জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন, খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ