Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লকডাউনে ব্রিটেনে দুশ্চিন্তার বেড়াজালে আটকে আছে ৬২ হাজার শিক্ষার্থী, প্রজন্ম হারিয়ে যাওয়ার আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১১ পিএম

ব্রিটেনে লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ লেভেল শিক্ষার্থীরা এবং প্রজন্ম হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।ব্রিটেনে ৬২ হাজার শিক্ষার্থীকে গত মে থেকে ডিসেম্বর পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, যারা দুশ্চিন্তার বেড়াজালে আটকে গেছে। ইমপ্যাক্টইডি’র সমীক্ষা বলছে মহামারীতে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা ১০ শতাংশ বেশি উদ্বেগে ভুগছে। স্কুলশিক্ষার্থীদের ওপর কোভিড কি পরিমান নেতিবাচক প্রভাব ফেলেছে তা জানতে এ সমীক্ষায় শেষ পর্যন্ত শঙ্কা করা হচ্ছে একটি প্রজন্মই হয়তো হারিয়ে যেতে পারে। -ডেইলি মেইল

পরীক্ষার জন্যে জোর প্রস্তুতি নেওয়ার পর কোভিডে তা অনুষ্ঠিত না হওয়ায় এধরনের হাজার হাজার শিক্ষার্থীর মানসিক অবসাদ এতই গভীর যে অনেকে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। এসব শিক্ষার্থীর মধ্যে মেয়েরা ছেলেদের চেয়ে ৬ শতাংশ বেশি অসুস্থতায় ভুগছে। যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ারও সুপারিশ করা হয়েছে। স্কুলকর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রকৃত ঝুঁকি খুঁজতে যেয়ে দেখতে পেয়েছে মহামারীর আগে তাদের অনেকেই মানসিকভাবে এতটা দুর্বল ছিল না এবং তারা বেশ ভালভাবেই পারিপার্শ্বিকতার সঙ্গে লড়াই করতে পারত।

গত জুন ও নভেম্বরে দশম ও একাদশ শ্রেণীরা শিক্ষার্থীরা সর্বনিম্ন স্কোর করেছে। ২০ জন শিক্ষার্থীর মধ্যে অন্তত ৩ জন শিক্ষার্থী হোম ওয়ার্ক বুঝতেই পারেনি। পরিবারের কাছে এব্যাপারে প্রশ্ন করেও তারা কোনো সাহায্য পায়নি। গরিব পরিবারগুলো ডিজিটাল বৈষম্যে আরো বেশি খেসারত দিয়েছে। গত সেপ্টেম্বরে স্কুলে ফিরে আসার পর তাদের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তা আরো বৃদ্ধি পায়। পরীক্ষার প্রস্তুতি এবং শেষমেষ তা বাতিল তাদের ওপর আরো বাড়তি চাপ সৃষ্টি করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ