মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের প্রধানমন্ত্রীর বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছেন তার বাসভবনের সামনে। সকলের পরে ছিলেন নিয়ন পিঙ্ক রঙ-এর পোশাক।দুর্নীতির অভিযোগ, করোনা মোকাবিলায় দেশের শোচনীয় অবস্থা এবং আরও নানা কারণে তার পদত্যাগ দাবি করেন তারা। এমনকী, দুর্নীতি নিয়ে আদালতে ট্রায়াল চলাকালীনও প্রধানমন্ত্রী পদ থেকে তাকে সরে দাঁড়ানোর দাবি জোরাল করেছেন জনগণ।
‘দ্য পিঙ্ক ফ্রন্ট’ নামের এই বিক্ষোভকারীরা গোটা ইসরাইল জুড়েই সক্রিয় হয়ে উঠেছেন। এদের মধ্যে অনেকেই সংস্কৃতির সঙ্গে জড়িত। করোনাভাইরাস এবং তার জেরে চলা লকডাউনের ফলে এরকম অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। থিয়েটার বন্ধ থাকায় রাজপথকেই নাটক দেখানোর জায়গা হিসেবে বেছে নিয়েছেন নাট্যকর্মীরা। পথনাটিকার মাধ্যমে দেশের দুর্নীতির প্রেক্ষাপট তুলে ধরেছেন তারা। শান্তিপূর্ণ আন্দোলনের দাবি করা হলেও ইসরাইল পুলিশ বেশ কিছু নাট্যকর্মীকে গ্রেফতার করে।
ফেসবুকেও অজস্র সমর্থক রয়েছে ‘দ্য পিঙ্ক ফ্রন্ট’ আন্দোলনকারীদের। কিন্তু, তাদের দেশবিরোধীর তকমা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, দেশবিরোধীদের সংখ্যায় তার সমর্থকদের পরিমাণ অনেকটাই বেশি। তাই আগামী ২৩ মার্চ নির্বাচনে তিনিই ষষ্ঠবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আসতে চলেছেন।
গত সাতমাস ধরে ইসরাইলে দুর্নীতি মামলা নিয়ে জেরবার ইহুদি দেশটির প্রধানমন্ত্রী। তার উপর যোগ হয়েছে দেশে করোনা মোকাবিলার অব্যবস্থাপনা। সব মিলিয়ে দিন দিন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তীব্র হচ্ছে। এখন প্রায় প্রত্যেক সপ্তাহেই জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। বর্তমানে ঘুষ নেয়া এবং বিশ্বাসভঙ্গের মতো তিনটি পৃথক মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। সোমবার থেকেই তার ট্রায়াল শুরু হচ্ছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, দেশজুড়ে বারবার লকডাউন করে বেকারত্ব ক্রমশ বাড়িয়ে নিয়ে গিয়েছেন নেতানিয়াহু। ইসরাইলের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। রোববার থেকেই দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে সফল গণ টিকাকরণ কর্মসূচির পরও ইসরাইলে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সব মিলিয়ে মার্চ মাসে নির্বাচনের আগেই সমস্যায় জর্জরিত প্রধানমন্ত্রী। সূত্র: ডেকান হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।