মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের নয়া কৃষি আইন বিরোধী আন্দোলনকারী হাজার হাজার কৃষক রাস্তার ওপর তাঁবু গেড়ে, ট্রাক্টর, ট্রাক ও বোল্ডার রেখে দেশজুড়ে সড়ক অবরোধ করেছেন। কয়েক মাস ধরে চলা আন্দোলনের মাধ্যমে সরকারকে কৃষি সংস্কার আইন বাতিলে বাধ্য করার চেষ্টা করছেন তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর ভারতের ধান ও গম উৎপাদনকারী কৃষকরা প্রাথমিক প্রতিবাদ শুরু করে দিল্লির প্রান্তে জড়ো হলেও দেশজুড়ে তাদের প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে সেসব রাজ্যগুলোতে যেগুলো বিজেপি শাসিত নয়। দেশটির কেন্দ্রীয় সরকার কৃষকদের ছাড় দিতে রাজি হলেও গত বছর পাস করা তিনটি আইন বাতিল করার দাবি প্রত্যাখ্যান করেছে। কৃষিখাতে নতুন বিনিয়োগের জন্য এসব আইন অত্যন্ত গুরুত্বপ‚র্ণ বলে জানিয়ে আসছে তারা ভারতের দুই দশমিক নয় ট্রিলিয়ন অর্থনীতির প্রায় ১৫ শতাংশ কৃষিখাতের অবদান এবং দেশটির প্রায় অর্ধেক কর্মজীবী মানুষ এখাতে নিয়োজিত। কিন্তু কৃষির এসব সংস্কার তাদের বড় বড় কর্পোরেট ক্রেতাদের কৃপানির্ভর করে তুলবে বলে শঙ্কা কৃষকদের। এটি ধান ও গমের মতো খাদ্যশস্যের সরকারি নির্ধারিত ম‚ল্যের বিষয়টির অবসান ঘটাবে বলে মনে করছেন তারা। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নয়া দিল্লি ও পাশ্ববর্তী কয়েকটি রাজ্য বাদে সারা দেশজুড়ে তিন ঘণ্টাব্যাপী ‘চাক্কা জ্যাম’ বা সড়ক অবরোধ শুরু করেন আন্দোলনকারী কৃষকরা। কৃষক আন্দোলনের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব টুইটারে বলেছেন, “আজ পুরো সমাজের সমর্থন কৃষকদের সাথে রয়েছে। জয় নিশ্চিত।” রাজধানীর নয়া দিল্লির কাছে একটি সড়কে অবস্থানরত কৃষকরা হুক্কা পান করছিলেন, তখন মাইকে গান বাজছিল। উড়িষ্যা ও কর্নাটকে সড়ক অবরোধ করে বসে থাকা কৃষকরা ব্যানার ও পতাকা হাতে নিয়ে কৃষি আইন বিরোধী শ্লোগান দেয়। তাদের হাতে থাকা কয়েকটি প্ল্যাকার্ডে তাদের ‘শত্রুজ্ঞান’ না করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। কৃষি আইন বাতিলের দাবিতে নয়া দিল্লির উপকণ্ঠে অবস্থান নেওয়া প্রায় লাখো কৃষক তীব্র ঠান্ডার মধ্যে জাতীয় মহাসড়কগুলোতে রাত কাটাচ্ছেন। তারা এ পর্যন্ত প্রায় শান্তিপূর্ণ আন্দোলন করে আসলেও ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর র্যালি কর্মসূচী চলাকালে কিছু কৃষক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। এনডিটিভি, টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।