Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসি পরীক্ষার্থীদের অটোপাসের দাবি

ভূঞাপুরে সড়ক অবরোধ

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সেশন জটের ঝামেলা থেকে মুক্ত থাকতে পিইসি ও জেএসসি পরীক্ষার ওপর মূল্যায়ন করে অটোপাসের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে এসএসসি পরীক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভের কারণে ভূঞাপুর-এলেঙ্গা-তারাকান্দি ও বঙ্গবন্ধুসেতু সংযোগ সড়কের চারদিকে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সমাবেশ শুরুর আগে উপজেলার ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, নিকরাইল পলশিয়া রানী দিনমনি উচ্চ বিদ্যালয়, বাগবাড়ী উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়, মাটিকাটা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান, ব্যানার ফেস্টুন নিয়ে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেত হয়। পরে তারা তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, এসএসসি পরীক্ষার্থী রোহান, রাজু, মুশফিক, তানভীর শিশির, রবিন ও সাকির প্রমুখ। এতে অংশ নেন, উপজেলার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক-অবরোধ

২৪ ডিসেম্বর, ২০২০
১৭ নভেম্বর, ২০২০
১৯ অক্টোবর, ২০২০
২৫ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ