Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে তৈরি ভ্যাকসিনের ট্রায়াল শুরু ইরানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪৩ পিএম

রাশিয়ার ‘স্পুটনিক ভি’ এর পরে আরও একটি ভ্যাকসিনের মানবদেহে ট্রায়াল শুরু করছে ইরান। রোববার তেহরানে ‘রাজি কোভ-পার্স’ নামে ভ্যাকসিনটি উন্মোচন করেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।

ইরানের শত বছরের পুরোনো টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাজি ভ্যাকসিন অ্যান্ড সেরাম ইনস্টিটিউট এ ভ্যাকসিন বানিয়েছে। প্রথম পর্যায়ে ১৩০ জন স্বেচ্ছাসেবীর এই ভ্যাকসিনের পরীক্ষা করা হবে বলে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান। তিনি আরও জানান, রাজি কোভ-পার্স হচ্ছে একটি এমআরএনএ টিকা যেটি ভাইরাসের স্পাইক প্রোটিনের একটি নির্দোষ অংশকে পুনর্গঠন করবে। ইনজেকশন এবং ইনহেলেশন উভয় ক্ষেত্রেই টিকাটি মূল্যায়ন হবে। চূড়ান্ত প্রটোকল মেনে এর ফলাফল নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তেহরানের অনুষ্ঠানে উপস্থিত থাকা ইরানি কৃষিমন্ত্রী কাজেম কাভাজি জানান, ৯ মাস আগে এ টিকার গবেষণা শুরু হয় এবং প্রায় ৫০০ প্রাণীর ওপর এটি পরীক্ষা করে দেখা হয়েছে। তিনি বলেন, ‘২৫টি বানরের ওপর এ টিকার পরীক্ষা চালানো নজিরবিহীন একটি রেকর্ড ছিল এবং বড় একটি ঘটনা, সেসময় রাজি ইনস্টিটিউটের কর্মীদের বড় অংশ করোনায় আক্রান্ত হয়েছিলেন।’

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি জানান, এখন পর্যন্ত খুব কমই পার্শ্বপ্রতিক্রিয়া দেখিয়েছে এ টিকা। টিকা গ্রহণকারীকে ভাইরাস ছড়ানো থেকে বিরত রাখবে এটি। একই দিনে ইরানের প্রথম টিকা কোভিরান বারেকাতের মানবদেহে প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। ৫৬ জন স্বেচ্ছাসেবীর ওপর এ টিকার পরীক্ষা চালানো হয়, যার মধ্যে ছিলেন বেশ কিছু সংখ্যক সরকারি কর্মকর্তাও।

এর আগে, গত সপ্তাহে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকার ১০ হাজার ডোজ ইরানে এসে পৌঁছেছে। এর আগে মস্কোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ ঘোষণা দেন, রাশিয়ার টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে তেহরান। সূত্র: আনাদুলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ