Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় গৃহবধূ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূ সুমী ওরফে সুখী (২৫) হত্যা মামলার পলাতক আসামী জালাল উদ্দিন (৪৫) কে শনিবার রাতে বাদুরতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন উপজেলার বাদুরতলী গ্রামের আঃ সালাম হাওলাদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এস,আই মাইনুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জেরে গৃহবধু সুমীকে স্বামী তৈয়বুর রহমানসহ শশুর বাড়ির লোকজন প্রায়ই মারধর করত। গত ১৩ জানুয়ারী সুমীর শ^শুর বাড়ির লোকজন মারধর করে মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচার চালায়। খবর পেয়ে সুমীর স্বজনরা ওই বাড়ি থেকে গুরুতর আহত সুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। সেখান থেকে ঢাকা নেয়ার পথে সুমী মারা যায়। এঘটনায় নিহত সুমীর বোন নিপা আক্তার বাদি হয়ে গত ২৮ জানুয়ারি স্বামী তৈয়বুর রহমানসহ ৫ জনকে আসামী করে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত জালালকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ