Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রামে করোনা ভ্যাকসিন প্রদানের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার চমেক হাসপাতালসহ এই অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। প্রথম দিনে কয়েক জন সংসদ সদস্য এবং স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা ভ্যাকসিন নেবেন।

গতকাল শনিবার সিটি কর্পোরেশনের সাতটি জোনে ১৫ হাজার ৪৯০ ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে। আগেই ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে করোনা ভ্যাকসিন। চট্টগ্রামে ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনা ভ্যাকসিন আসে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিটি কর্পোরেশনের সাতটি জোনে এবং ১৪ উপজেলায় ভ্যাকসিন পাঠানো হয়েছে। ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালাতে মেডিক্যাল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
চমেক হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করা হবে। সেখানে খোলা হয়েছে পর্যবেক্ষণ কক্ষ। ভ্যাকসিন প্রদানের পর কারো সমস্যা হলে এই পর্যবেক্ষণ কক্ষে রাখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ