Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট রাগীব-রাবেয়ায় পরির্দশনে বিএসএমএমইউ’র ভিসিসহ প্রতিনিধি দল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে ভাইস চ্যালেন্সর অধ্যাপক কনক কান্তি বডুয়া সহ এক প্রতিনিধি দল আজ (শনিবার) সকাল ৯টায় পরিদর্শন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিনিধি দলের সদস্যবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ শহীদুল্লাহ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলাল, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির প্রাক্তন ডীন অধ্যাপক খান আব্দুল কালাম আজাদ, সোসাইটি অব সার্জনস এর প্রেসিডেন্ট অধ্যাপক তৌহিদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস এন্ড গাইণী বিভাগের অধ্যাপক সালেহা খাতুন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফাত আরা, অধ্যাপক শিউলী চৌধুরী, অধ্যাপক এ.জেড.এম. মোস্তাক হোসেন তুহিন প্রমুখ।
প্রতিনিধি দল জালালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছলে তাঁদেরকে স্বাগত জানান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ, হাসপাতাপাতালে পরিচালক অধ্যাপক তারেক আজাদ সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ। এরপর প্রতিনিধি দল এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন কলেজের কনফারেন্স রুমে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ