Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল সিলেটে ৪১টি কেন্দ্রে করোনার টিকা প্রদান কর্মসূচী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৬:১৩ পিএম

সারাদেশের ন্যায় আগামীকাল (রোববার) শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচী সিলেটেও। সিলেট জেলা ও মহানগরের মোট ৪১ কেন্দ্রে টিকা দেওয়া হবে একযোগে। প্রথম পর্যায়ে জেলার ১১ উপজেলায় ২৪টি ও মহানগরের মধ্যে ওসমানী হাসপাতালে ১২টি ও পুলিশ লাইনে ১টি এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪টি সেন্টারে টিকা প্রদান কর্মসূচী চালানো হবে। এদিকে সিলেটে টিকাদান কর্মসূচি সফল করতে এরই মধ্যে প্রশিক্ষণ সহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট জেলা প্রশাসন।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে ২ জন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও ৪ জন করে থাকবেন স্বেচ্ছাসেবক। এর আগে গত ৩১ জানুয়ারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌঁছে সিলেটে। দুপুরে বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ১৯০ টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজের ভ্যাকসিন নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। যার প্রতি কার্টনে রয়েছে ১ হাজার ২০০ ভায়াল।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাজিয়া সুলতানা ও জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এবং সিভিল সার্জন ও সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিত থেকে ভ্যাকসিন গুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড রুমের ওয়ার্ক ইন কুলার সেন্টারে সংরক্ষণ করা হয় পুলিশী প্রহরায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ