Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াই

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৪ এএম

আগামী ১৪ই ফেব্রুয়ারী কুমিল্লার দাউদকান্দি পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে পোষ্টার ছেড়ার অভিযোগ আচরণবিধি লঙ্ঘনের কারণে ভ্রাম্যমান আদালতে জরিমানা সহ নানা অভিযোগের মধ্যে দিয়ে চলছে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী দাউদকান্দি পৌরসভার বর্তমান মেয়র নাইম ইউসুফ সেইন গত ৫ বছরে শত কোটি টাকার উন্নয়নের পুজি নিয়ে মাঠে নেমেছে। তার কর্মকান্ডের কারনে এ নির্বাচনে বাধভাঙ্গার জোয়ার এসেছে, আওয়ামীলীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে মাঠে নেমেছে। মেয়র প্রার্থী নাইম ইউসুফ সেইন বলেন গত ৫ বছরে ৯টি ওয়ার্ডে উন্নয়ন করে পৌরসভার চেহারা বদলে দিয়েছি। আমি জয়ের ব্যাপরে শতভাগ আশাবাদী। দাউদকান্দি বিএনপির মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ সেলিম সরকার সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জনপ্রিয়তার পুজি নিয়ে নেতা কর্মী সমর্থকদের নিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভোটরদের কাছে ভোট চাইছেন। নুর মোহাম্মদ সেলিম বলেন অবাধ নিরপক্ষ সুষ্ঠ নির্বাচন হলে দাউদকান্দি পৌরসভা নির্বাচনে আমি বিজয় হবো। অপর দিকে। সতন্ত্র প্রার্থী সাবেক ছাত্র নেতা মোঃ আবু মুছা ইতিমধ্যে বিশাল শোডাউন দিয়েছেন। এ শোডাউনে এলাকার প্রচুর নারী-পুরুষ অংশ গ্রহন করেন। মোঃ আবু মুছা কোমর বেধে তার সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে। আবু মুছা বলেন এলাকার তরুন প্রবীনরা আমার পক্ষে মাঠে নেমেছে সুষ্ঠ নির্বাচন হলে জয়ে ব্যাপারে আমি আশাবাদী। এ ছাড়া ৯টি ওয়ার্ডে ৫০ জন কাউন্সিলর প্রার্থী এলাকায় ব্যপক গণসংযোগ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ